Latest News

এক অচেনা বাতাস

কি কর পাখি
ঐ যে নষ্টালজিক শহরের উরুতে
তোমাকে উড়িয়ে দিয়ে এলাম
নয় দিন পুরোনো স্মৃতি
নদী আর ঘাস
মায়ের ঘ্রাণ
বিবশ ভোর
পূর্ব দিকে সূর্য্য ওঠে এখনো
সেইসব মধুর ধূলো
তুমি কি উড়িয়ে দিলে
শেষ পর্যন্ত
ডানায় পাখনায়

তোমার চোখে যে নষ্ট ঘুমের কেতুর
হাই তোলা কুকুরের মত
এই পাহাড়ের কোল ঘেঁষে
আস্তে আস্তে নেমে আসে
সেই নেমে আসা
আমদানি করা পরিযায়ী মানুষের
দল
তুমি কি বোঝোনা?
এদের তুমি মৃত্যু দাও পাখি
এদের তুমি হত্যা দাও
খুনখুনে রক্তে ভেসে যাক
এই উপত্যকা

পবিত্র হই পাখি
এসো
সাইজোর মদ্য উৎসবে
মাতোয়ারা
সামুরাই হাতে
এসো ফালি ফালি করি
এই কর্কশ যন্ত্র
কুৎসিত!
মানুষের মতই
তুমি যার নাম দিয়েছিলে
দেশ
আসলে হীণমন্য অ-সুখ
নতুন ভূমিতেও
পুরোনো প্লেগ ছড়ায়।

No comments:

Post a Comment

হৃদয়ে বাংলা Designed by Templateism.com Copyright © 2014

Theme images by Bim. Powered by Blogger.